Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে মিরকাদিম পৌরসভা

পৌরসভা অধ্যাদেশ’ ১৯৭৭ইং অনুসারে মোট জনসংখ্যার মধ্যে প্রাপ্ত বয়স্ক পুরুষের শতকরা পঁচাত্তর ভাগের অধিক লোক অকৃষি পেশায় নিয়োজিত থাকা ও প্রতি বর্গমাইলে জনসংখ্যার ঘনত্ব দুই হাজার এর অধিক ও সর্বমোট জনসংখ্যা পনের হাজার এর বেশি হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রিকাবীবাজার ইউনিয়ন পরিষদকে শহর এলাকা ঘোষনা করেন। এই প্রেক্ষিতে বিগত ০১-০১-১৯৯৫ ইং, ১৮-০৯-১৪০১ বাং হতে বিলুপ্ত রিকাবীবাজার ইউনিয়ন পরিষদের ১৪ টি মৌজা নিয়ে ‘‘মিরকাদিম পৌরসভা’’ কার্যক্রম শুরু করে।

            পৌরসভার আয় ও কার্যক্রমের উপর ভিত্তি করে ২৩/০২/২০০৬ খ্রীষ্টাব্দে স্থানীয় সরকার মন্ত্রণালয় মিরকাদিম পৌরসভাকে “গ”হতে “খ”শ্রেনীতে উন্নীত করে। বিগত 10/03/2013 ইং তারিখে স্থানীয় সরকার মন্ত্রনালয় মিরকাদিম পৌরসভাকে “খ” শ্রেনী থেকে “ক” শ্রেনীতে উন্নীত করে।

            বর্তমান পৌরভবনটি ধলেশ্বরী নদীর তীরবর্তী ঐতিহ্যবাহী কমলাঘাট বাণিজ্য বন্দরের সন্নিকটে অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত।

 

পৌরসভার নাম ঃ

 

মিরকাদিম পৌরসভা

স্থাপিতঃ

 

০১/০১/১৯৯৫ইং

       আয়তন  

  ১০.৩২  বর্গ কিমি

শ্রেণীঃ

 

‘‘ক’’

ওয়ার্ড সংখ্যা

 ০৯

উপজেলাঃ

 

 মুন্সীগঞ্জ সদর

       জনসংখ্যাঃ

৫৬, ০৯৬ (প্রায়)

জেলাঃ

 

মুন্সীগঞ্জ

 

 

বিভাগঃ

 

 ঢাকা ।