ইএমএস আই কোডঃ ৩১২০৬০৪০৩
বিদ্যালয়ের বর্ণনা ঃ স্থাপিতঃ ১৯৬৫ খ্রিঃ
জাতীয়করণঃ ০১/০৭/১৯৭৩ খ্রিঃ
অবস্থানঃ রতনপুর, মুন্সীগঞ্জ।
জমির পরিমাণঃ ৪৩ শতাংশ
জমি দাতাঃ মরহুম জনাব আনোয়ার আলী দেওয়ান।
প্রতিষ্ঠাতাঃ মরহুম জনাব আনোয়ার আলী দেওয়ান।
মৌজা নংঃ পঞ্চসার
খতিয়ান নংঃ ৮০৫, ৮১৭, ৭২৫
দাগ নংঃ ২১২৮, ২১২৯, ২১৩৩
রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৬৫ সালে সরদার পাড়া মাঝিবাড়ির মাঠের পশ্চিম দিকে ছোট একটু জমিতে ছিল। পরে মরহুম জনাব আনোয়ার আলী দেওয়ান বর্তমানে ৪৩ শতাংশ জমি বিদ্যালয়ের জন্য দান করে রতনপুর গ্রামে স্থানামত্মর করেন। তখন ছিল ছোট একটি টিনের স্কুল ঘর। পরে ১৯৮৫ সনে সরকারি সহায়তায় বিদ্যালয়টি ৪ কÿ বিশিষ্ট পাকা দালান হয়। কিন্তু বর্তমানে ভবনটি জরাজীর্ণ অবস্থার জন্য পরিত্যক্ত করা হয়। ২০০১ সালে এবং ২০০৬ সালে পিইডিপি-২ দুইটি ভবন করা হয়। কিন্তু ছাত্র-ছাত্রীর সংখ্যা বেশি হওয়ায় ঐ ভবনটি পুনঃনির্মাণের প্রয়োজন দেখা দিয়েছে। এই বিদ্যালয়টি বন্যায় লোকজনের আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করা হয়। এই বিদ্যালয়টি একটি নির্বাচনী কেন্দ্র। এই বিদ্যলয়ের পড়ালেখার মান গুনগত সম্পন্ন।
বর্তমান পরিচালনা কমিটির তথ্য ঃ ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি
সময়কাল ঃ ৩ বছর
ক্র.নং | সদস্যদের নাম | পদবী | ক্যাটাগরি |
০১ | মোঃ আক্তার হোসেন | সভাপতি | বিদ্যোৎসাহী পুরম্নষ |
০২ | বিথী আক্তার | সহ-সভাপতি | বিদ্যোৎসাহী মহিলা |
০৩ | দেওয়ান মোঃ আবুল বাশার | সদস্য | জমি দাতা |
০৪ | ফজলুল রহমান কাঞ্চন | সদস্য | ওয়ার্ড কাউন্সিলর |
০৫ | মুহাম্মদ ইসমাইল বিশ্বাস | সদস্য | অভিভাবক প্রতিনিধি পুরম্নষ |
০৬ | মোঃ ইয়াসীন মীর | সদস্য | অভিভাবক প্রতিনিধি পুরম্নষ |
০৭ | কামরম্নন্নাহার বেবী | সদস্য | অভিভাবক প্রতিনিধি মহিলা |
০৮ | ফরিদা | সদস্য | অভিভাবক প্রতিনিধি মহিলা |
০৯ | মোঃ শফিকুল ইসলাম | সদস্য | মাধ্যমিক শিÿক প্রতিনিধি |
১০ | আফরোজা হোসাইন | সদস্য | শিÿক প্রতিনিধি |
১১ | সালমা বেগম | সদস্য সচিব | প্রধান শিÿক |
বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীÿার ফলাফল তথ্যঃ
সন | ডিআর ভূক্ত | অংশগ্রহণকারীর সংখ্যা | পাশের সংখ্যা | পাশের হার | মমত্মব্য |
২০০৮ | ৬৫ | ৬৪ | ৬৪ | ১০০% |
|
২০০৯ | ৫৭ | ৫৭ | ৫৭ | ১০০% |
|
২০১০ | ৯০ | ৮৭ | ৮৭ | ১০০% |
|
২০১১ | ৬৪ | ৬২ | ৬২ | ১০০% |
|
২০১২ | ৭৫ | ৭৫ | ৭৫ | ১০০% |
|
.
ক্যাচমেন্ট এলাকায় ৫+ ১০+ বয়সের সকল শিশুর বিদ্যালয়ে ভর্তি ১০০% নিশ্চিত করেছি। প্রাথমিক শিÿা সমাপনী পরীÿায় ১০০% ১ম বিভাগে সকল ছাত্র-ছাত্রী পাশ করানো নিশ্চিত করেছি। বিদ্যালয়ের গ্রেডিং (এ) ধরে রাখা হয়েছে। উপস্থিতির হার ৯০% এর উপর উন্নীত করণ।
শিÿার গুণগত মান উন্নয়নে ১ম শ্রেণী হতে ৫ম শ্রেণীর ফলাফল গ্রেডিং পদ্ধতিতে করা। সমাপনীতে ৫ম শ্রেণীর ফলাফল ১০০% এ গ্রেডে ধরে রাখা। উপস্থিতি ১০০% নিশ্চিত করা। বিদ্যালয়ের পরিবেশকে আনন্দমধুর করে শিÿার্থীদের পাঠদান নিশ্চিত করণ। বিদ্যায়ের সার্বিক উন্নয়নে বিভিন্ন পদÿÿপ গ্রহণ করা।
সড়ক পথ।
১। মেহেদী হাসান, ট্যালেন্টপুল, ২০১২।
২। তামান্না আক্তার, সাধারণ, ২০১২।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস