মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের রামশিং গ্রামে অবস্থিত। মরহুম আপ্তাবউদ্দিন মুন্সী ১৯৬৮ সালে ১৯ শতাংশ জমি বিদ্যালয়ের নাএম দান করেন। ১৯৬৮ সালে গ্রামের নাম অনুসারে রামশিং প্রাথমিক বিদ্যালয় নামকরন করা হয়।
পরীক্ষার নাম | সাল | মোট | পাশ | ফেল | পাশের হার |
সমাপনী | ২০০৮ |
|
| ০০ | ১০০% |
২০০৯ | ২৭ | ২৭ | ০০ | ১০০% | |
২০১০ | ৪৯ | ৪৯ | ০০ | ১০০% | |
২০১১ | ৪৫ | ৪৫ | ০০ | ১০০% | |
২০১২ | ৭১ | ৭১ | ০০ | ১০০% |
শিক্ষা উপ বৃত্তি শতকরা ৪৫ জন হারে ১৪৭ জন সুবিধাভোগী।
শতভাগ পাশ। বৃত্তি প্রাপ্তি।
শিক্ষার মান উন্নয়ন , শতভাগ এ+ , এ, এ- প্রাপ্তি নিশ্চিত করন।
সরক পথ।
০১। মো। ইজ্জত আলী মুন্সী- কর্মকর্তা পরিসংখ্যান।
০২। শেখ মোঃ শাহ অপু । ইঞ্জিনিয়ার
০৩। আঃ রশিদ খান । জনতা ব্যাংক, কর্মকর্তা।
০৪। মোঃ মনজুর হাসান । আমেরিকা
০৫। মোঃ শহিদউল্লাহ । বাংলাদেশ ডাকপিয়ন্
০৬। সুমাইয়া তানহা ।
০৭। জান্নাতুল ফেরদৌস।
০৮। রাবেয়া সুলতানা ।
০৯। ফাহিম মারুফ ।
১০। জিহানুর হাসান ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস