রমজান বেগ সরকারী প্রাথমিক বিদ্যালয়টি মুন্সীগঞ্জ জেলায় অবস্থিত। ইহা মুন্সীগঞ্জ পৌরসভার অমত্মর্গত শহরতলির ১টি বিদ্যালয়। মুন্সীগঞ্জ শহর থেকে এর দুরচত্ব প্রায় ৪ কিঃমি। পূর্বে ধলেশ্বরীর শাখা নদী ও পশ্চিমে মসজদি। উত্তরে পুকুর এবং দÿÿনে ছোট একটি আঙ্গিনা ও বাগান মনোরম প্রাকৃতিক পরিবেশ বিদ্যালয়টির সৌন্দর্য বর্ধন করেছে।বিদ্যালয়ের জমির পরিমান ৩০ শতাংশ।
সনামধন্য এই বিদ্যালয়টি ১৯১২ খ্রিঃ স্থাপিত হয়। জাতিয়করণ করা হয় ১৯৮৭৩ সালে। জনাব মো’’ মোহর আলী বেপারীর আমত্মারক প্রচেষ্টা ও তাদের পুর্ব পুরচষদের সহযোহিতায় ৩০ শতাংশ জমি দান করেন এবং এই বিদ্যালয়ে তিনি এবং তার সহধর্মিনী শিÿক হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তী সময়েতার কন্যা ও এই বিদ্যালয়ের শিÿক ছিলেন। বর্তমানে তিনি অবসর প্রাপ্ত এবং জমিদাতা সদস্য হিসেবে পরিচালনা কমিটিতে আছেন সক্রিয় ভাবে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিঞ্জান বিভাগের অধ্যাপকজনাব মোঃ নুরচল ইসলাম এই বিদ্যালয়ের ছাএ ছিলেন।বর্তমানে কর্মরত একজন শিÿক ও এই বিদ্যালয়ের প্রাক্তন ছাএ ছিলেন। বিদ্যালয় প্রতিষ্ঠার ÿÿত্রে তার পুর্ব পুরচষদের অনেক অবদান আছে।বর্তমানে বিদ্যালয়ের শিÿক সংখ্যা ৫ ।প্রতিবছর এ বিদ্যালয়ের সমাপনী পরিÿায় পাশের হার ১০০%।
বর্তমান পরিচালনা কমিটির তথ্যঃ-বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য গন বিদ্যালয়ের মান উন্নয়নে অত্যমত্ম সক্রিয় এবং সার্বিক সহযোগিতায় সদা সচেষ্ট।
সন | ডি.আর ভুক্ত শিÿার্থী | অংশ গ্রহন কারী শিÿার্থী | মোট পাশ | পাশের হার |
২০০৮ | ৫০ | ৫০ | ৪৪ | ৮৮% |
২০০৯ | ৫২ | ৫১ | ৫১ | ১০০% |
২০১০ | ৫৪ | ৪৯ | ৪৯ | ১০০% |
২০১১ | ৬৮ | ৬৩ | ৬৩ | ১০০% |
২০১২ | ৫৪ | ৫৪ | ৫৪ | ১০০% |
বিবরণ | বালক | বালিকা | মোট |
২০০৮ সনে ১ম শ্রেনীতে ভর্তি কৃত শিশু | ৫৭ | ৫৩ | ১১০ |
২০১২ সনে ৫ম শ্রেনীতে অবতীর্ন শিশু | ২৬ | ২৮ | ৫৪ |
বিভিন্ন শ্রেনীতে পুনরাবৃত্তি | ১৭ | ১৩ | ৩০ |
অন্য বিদ্যালয়ে ভর্তি কৃত | ১৪ | ১২ | ২৬ |
৫ বছরে ঝড়ে পড়ার সংখ্যা | - | - | - |
ঝড়ে পড়ার হার | ০% | ০% | ০% |
প্রতি বছরজাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন ,সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান খেলাধুলায় অংশগ্রহন করে ১ম, ২য় ,ও ৩য় স্থান অর্জন।
"সনাক"আয়োজিত দেয়াল পত্রিকায় অংশ গ্রহন করে ১ম স্থান অর্জন। কাবিং এ মু্সীগঞ্জ উপজেলায় কৃত্তিত্ব অর্জন।
দেশ ও জাতির মঙ্গল সেবায় সুশিÿায় শিÿÿত করে আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আমরা শিÿকগণ আমত্মরিক প্রচেষ্টা চারিয়ে যাচ্ছি। যেন যুগপোযোগী শিÿাদনের মাধ্যমে সুস্থ বিনোদন, সংষ্কৃতি চর্চা ও সুপ্ত পুতিভা বিকাশে সুযোগ করে দিয়ে শিশূদের সৎ, দÿ, ও সৃজনশীল রূপে গড়ে তোলা এবং আমাদের বিদ্যালয়কে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তোলা যায়। পাঠদান পদ্ধতি্ও পরিবেশ হবে সুন্দর নান্দনকি ও সৃষ্টিশীল।
সড়ক পথে বেবি ট্যাক্সি, অটোরিক্সা, রিক্সা ইত্যাদি।
.
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস