বিদ্যালয়টি স্থাপিত হয় ১৯৬৮ সালে । জাতীয়করন হয় ০১-০৭-১৯৭৩ সালে। বজ্রযোগিনী ইউনিয়েনর সাত্রাপাড়া গ্রামে অবস্থিত। জমির পরিমান ২৯.৫০ শতাংশ । ইশক্ষার স্তর শিশু হইতে ৫ম শ্রেনী পর্যন্ত। শিক্ষক সংখ্যা ০৪ জন।
দুই শিফটে পরিচালিত হয়।
পরীক্ষার নাম | সাল | মোট | পাশ | ফেল | পাশের হার |
এসএসসি | ২০০৮ | ২২ | ২২ | ০০ | ১০০% |
২০০৯ | ২৪ | ২৪ | ০০ | ১০০% | |
২০১০ | ৪০ | ৩৯ | ০০ | ১০০% | |
২০১১ | ৩২ | ৩২ | ০০ | ১০০% | |
২০১২ | ২৪ | ২৪ | ০০ | ১০০% |
অবকাঠামোর উন্নয়ন, শতভাগ পাশ ।
বিদ্যালয়টি একটি আদর্শ মডেল বিদ্যালয়ে উর্ত্তীন করা।
সরক পথ।
১। নূর মোহাম্মদ - ২০০৯ সালে ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত।
০২। জান্নাতুল ফেরদৌস -- ২০১০ সালে সাধারন বৃত্তি প্রাপ্ত।
০৩। পাপিয়া আক্তার --২০১০ সালে সাধারন বৃত্তি প্রাপ্ত।
০৪। মোঃ রাকিব হোসেন -- ২০১১ সালে সাধারন বৃত্তি প্রাপ্ত।
০৫। সিনথিয়া আক্তার --২০১১ সালে সাধারন বৃত্তি প্রাপ্ত।
০৬। হাফসা জাহান --- ২০১১ সালে সাধারন বৃত্তি প্রাপ্ত।
০৭। মোঃ শাকিব হোসেন --২০১২ সালে সাধারন বৃত্তি প্রাপ্ত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস